উত্তর :- আধুনিক বা ব্যাপক অর্থে শিক্ষার প্রয়াস হল শিক্ষার্থীর মধ্যে সহজাত গুণাবলির বিকাশসাধন । শিশুর গুণাবলি নির্দিষ্ট করে সঠিক পথে সেগুলির বিকাশ ঘটিয়ে প্রত্যাশিত আচরণের উন্মেষ ঘটানো বা আচরণ পরিবর্তন করাই শিক্ষার উদ্দেশ্য । অর্থাৎ শিক্ষার্থীই হল শিক্ষাব্যবস্থার প্রধান উপাদান । শিক্ষার্থী জৈব – মানসিক এক সত্তা । বৃদ্ধি , প্রবণতা , আগ্রহ , প্রেষণার অধিকারী সে । শিক্ষা অর্জনের জন্য যে সমস্ত বৈশিষ্ট্য প্রয়োজন শিশু তার অধিকারী । এ ছাড়া নমনীয়তা থাকার ফলে শিক্ষার্থী প্রতিনিয়ত নানাবিধ আচরণ আয়ত্ত করতে সমর্থ হয় । শিক্ষার্থী তার সক্রিয়তা এবং অভিজ্ঞতার দ্বারা প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে অভিযোজন করার চেষ্টা করে যার ফল হল শিক্ষা । এককথায় বলা যায় শিক্ষার্থী ছাড়া শিক্ষা অর্থহীন ।