■ শােনার গুরুত্ব :
● শােনা দিয়ে শুরু হয় জানার সূচনা । তাই কোনাে কিছু জানতে হলে প্রথমে শুনতে হয় । তাই জানার ক্ষেত্রে শােনার গুরুত্ব অত্যধিক ।
● গৃহপরিবেশে বাস করতে করতে শিশু এটা ওটা শুনে শুনে শেখে । তাই ভাষা শিক্ষণের প্রথম স্তরে শিক্ষার্থী যাতে অন্যের কথা শুদ্ধ ও স্পষ্টভাবে শােনার অভ্যাস গড়ে তুলতে পারে সেদিকে নজর দিতে হবে । কারণ –
● শােনার মুখ্য উদ্দেশ্য হল শব্দ বা বাক্যগুলাে মনােযােগ দিয়ে শােনা , অনুধাবন করা ও প্রয়ােজন বােধে তা প্রয়ােগ করতে শেখা ।
● শিখন – শিক্ষণ প্রক্রিয়ায় শিশুদের বক্তৃতা , আলােচনা , শিক্ষক-শিক্ষার্থীর প্রশ্নোত্তর পর্ব , বিশেষ গুরুত্ব বহন করে । তাই শিক্ষার্থীদের শ্রবণশক্তির সঠিক বিকাশের জন্য এইসব অনুষ্ঠানে যােগদান জরুরি ।
● প্রসঙ্গত আর একটা বিশেষ ব্যাপার মনে রাখতে হবে – শিক্ষকের উচ্চারণ স্পষ্ট , সাবলীল ও বাচনশক্তি যথাসম্ভব সুন্দর হওয়া দরকার । শিক্ষকের শব্দ যােজনা , শব্দক্ষেপণ কৌশল , স্বরের সূক্ষ্ম কারুকার্যে ভাবাবেগ ও চিন্তার ধ্বনিময় প্রকাশ , মুখমণ্ডলে বিচিত্র রসানুভূতির স্বাভাবিক অভিব্যক্তি প্রভৃতির প্রতি নজর দেওয়া দরকার ।