উত্তর:- অনেক সময়ে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে কাজ করতে উৎসাহ দেওয়া হয় যেমন — প্রোজেক্টের কাজ , অ্যাসাইনমেন্ট ইত্যাদি । এইসব কাজের ফলে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পায় দক্ষতা বিকশিত হয় এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে । প্রত্যেক শিক্ষকই এসব প্রত্যাশা করেন কিন্তু তাঁরা এই প্রত্যাশাকে ব্যক্ত করেন না এবং পাঠক্রমের পরিকল্পনায় এর উল্লেখও থাকে না । একেই লুকায়িত পাঠক্রম বলে । বিদ্যালয়ের পোশাক পরিধান করা , শ্রেণিকক্ষে শিক্ষক প্রবেশ কালে উঠে দাঁড়ানো , বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা সবই লুকায়িত পাঠক্রমের অন্তর্ভুক্ত ।