উত্তর : 1997 খ্রিস্টাব্দে UNESCO প্রস্তাব করে যে , শিক্ষার মতো পরিকল্পিত কর্মসূচিতে লিঙ্গ অন্তর্ভুক্তকরণের উপর গুরুত্ব আরোপ করতে হবে । UNESCO আরও বলে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্ত করতে বোঝায় শিক্ষা কর্মসূচির বিভিন্ন ক্ষেত্রে যেমন পাঠক্রম প্রণয়ন , পাঠ্যপুস্তক রচনা , শ্রেণিকক্ষ প্রক্রিয়া , সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া এবং শিক্ষক-শিক্ষার্থী মিথস্ক্রিয়াকরণে মহিলা এবং পুরুষের সমগুরুত্ব দিয়ে বিবেচনা করা ।