উত্তর:- সমন্বিত শিক্ষাব্যবস্থা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা উভয় প্রকার শিক্ষাব্যবস্থাতেই মূল কথা হল প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে তার ক্ষমতা ও চাহিদা অনুযায়ী সুযোগদানের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণে সামাজিক যোগাযোগ গড়ে তোলা ও তাদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি করা ব্যতিক্রমী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই যে সাধারণ বিদ্যালয়ে , সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদান ও বেড়ে ওঠাকেই আধুনিক শিক্ষাবিজ্ঞানের ভাষায় Main Streaming বলা হয় প্রকৃতপক্ষে সমন্বিত শিক্ষার ধারণা থেকেই এসেছে এই Main Streaming- এর ধারণা ।