উত্তর :- ফরাসি ভাষার এই Phrase- টির অর্থ “ Leave it be ” অর্থাৎ , এখানে নেতা সব কিছু ছেড়ে দেয় তার সহকর্মীদের উপর । এই ধরনের নেতাগণ ক্ষমতা ও দায়িত্ব থেকে দূরে থাকতে চান । লক্ষ্য স্থিরকরণে এবং সমস্যাসমাধানে দলের উপর নির্ভর করে । দলের সদস্যগণ প্রেষণার জন্য নিজেরাই নিজেদের প্রশিক্ষণ দেন , নেতার ভূমিকা এখানে খুব কমই থাকে । স্বৈরতান্ত্রিক নেতৃত্ব যেভাবে দলের ভূমিকা উপেক্ষা করে , সেরকম এই ধরনের নেতৃত্বে নেতার ভূমিকা উপেক্ষিত হয় ।