প্রশ্ন : মার্কসবাদী ইতিহাসচর্চা বলতে কী বোঝায় ?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উদ্গাতা কার্ল মার্কসের অনুসৃত অর্থনৈতিক দৃষ্টিকোণ , ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপর ভিত্তি করে উনিশ শতক থেকে ইতিহাসচর্চায় যে নতুন ধারার সূচনা হয়েছে তা মার্কসবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত ।
এই ইতিহাসচর্চার উল্লেখযোগ্য দিকগুলি হল—
প্রথমত , ইতিহাসকে বিশ্লেষণের সময় শোষক – শোষিত সম্পর্ক , অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনের ধরন এবং অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয় ।
দ্বিতীয়ত , মার্কসবাদী ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এরিক হবস্বম , ক্রিস্টোফার হিল , রজনীপাম দত্ত , সুশোভন সরকার , ইরফান হাবিব প্রমুখ ।