মধ্যযুগের বিভিন্ন উল্লেখযােগ্য গ্রন্থ
লেখক : গ্রন্থ
নিজামি — তাজ – উল – মাসির ।
মিনহাজ উস সিরাজ — তবাকত – ই – নাসিরি ।
আমির খসরু — মিফ্তাহ্ উল ফুতুহ্ , কিরান উস সাদাইন , তুঘলকনামা , খাজাইন উল ফুতুহ্ , দেওল রানি খিজুর খান , লায়লা মজনু ।
ইসামি — ফুতুহ্ উস সালাতিন ।
জিয়াউদ্দিন বরনি — তারিখ – ই – ফিরােজ শাহি , ফতােয়া – ই – জাহান্দারি ।
ফিরােজ তুঘলক — ফুতুহাত – ই – ফিরােজ শাহি ।
শামস – ই – সিরাজ আফিফ — তারিখ – ই – ফিরােজ শাহি ।
আল বিরুনি — তারিখ – ই – হিন্দ / তহকিক – ই – হিন্দ ।
ইবন বতুতা — রেহলা / সফরনামা ।
চাঁদ বরদই — পৃথ্বীরাজ রসো ।
মালিক মহম্মদ জয়সী — পদুমাবত্ ।
বাবর — তুজুক – ই – বাবরি ।
গুলবদন বেগম — হুমায়ুননামা ।
আবুল ফজল — আকবরনামা , আইন – ই – আকবরি ।
আব্দুল কাদির বাদায়ুনি — মুন্তাখাব – উত্ – তােয়ারিখ্ ।
জাহাঙ্গির — তুজুক – ই – জাহানগিরি ।
সাকি মুস্তাইদ খান — মাসির – ই – আলমগিরি ।
কাফি খান — মুস্তাখাব – উল – লুবাব ।
মির্জা নাথান — বাহারিস্তান – ই – ঘায়েরি
জাহাঙ্গিরের আমলে বাংলার বিবরণ । তুলসীদাস — রামচরিতমানস ।
সুরদাস — সুরসাগর ।