উত্তর :- বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার অনেক সুবিধা আছে । প্রথমত , শিক্ষার্থীদের আগ্রহ প্রবণতা এবং ক্ষমতাকে ভিত্তি করে এগুলি অনুষ্ঠিত হয় । এর ফলে এইসব ‘ পারফরমিং ‘ কাজে যাদের প্রতিভা আছে তাদের নির্দিষ্ট করা সম্ভব হয় । দ্বিতীয়ত , অনেকের ক্ষেত্রে বিদ্যালয়ে এই ধরনের কাজে উৎকর্ষতার ফলে আগামী দিনে বৃত্তি বা পেশার সূচনা হয় যা উপার্জন এবং খ্যাতি অর্জনের পাথেয় হতে পারে ।