উত্তর : শ্রবণ ইন্দ্রিয় তথা কানের কোনো অংশে ত্রুটি দেখা দিলে শ্রবণ ক্রিয়া ব্যাহত হয় । কানের ঠিক কোন্ অংশে কী জাতীয় ত্রুটি হয়েছে , তার উপর ভিত্তি করে শ্রবণজনিত ত্রুটি ভিন্ন করে শ্রবণজনিত ত্রুটি বিভিন্ন প্রকারের হয় । কানের ত্রুটি বহিঃকর্ণ থেকে শুরু করে মধ্যকর্ণ ও অন্তঃকর্ণে হয়ে থাকে । অনেক সময় শ্রবণজনিত ত্রুটি মারাত্মক আকারও ধারণ করে । শ্রবণজনিত ত্রুটি থেকেই ছেলেমেয়রা বধির বা আংশিক বধির হয় । শ্রবণজনিত ত্রুটি অনেক সময় জন্মগত হয় । আবার এমনও ঘটে , স্বাভাবিক শিশু বিভিন্ন রোগব্যাধির কারণে বা দুর্ঘটনার ফলে শ্রবণক্ষমতা হারায় ।