উত্তর :- Smith and Moore- এর মতে , পরিকল্পিত পাঠদান হল শিক্ষণীয় বিষয়কে ধারাবাহিকভাবে কতকগুলি স্তরে বিন্যাস করা । সাধারণত শিক্ষার্থীকে পরিচিত থেকে জটিল এবং নতুন ধারণা , নীতি এবং বোধ শিখনের দিকে এগিয়ে নিয়ে যায় । RC Das বলেন , এটি স্ব – শিখনের এক পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজের ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পায় । পরিকল্পিত শিখনে নতুন জ্ঞানকে এমনভাবে কতকগুলি স্তরে বিন্যস্ত করা হয় যাতে শিক্ষার্থী সহজেই নিজে শিখতে পারে ।