উত্তর : প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান হল— (ক) প্রাথমিক শিক্ষা প্রসারে কার্জনের উদার হস্তে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা ।
(খ) আঞ্চলিক স্বায়ত্তশাসনকে প্রাথমিক শিক্ষার ভার ন্যস্ত করা ।
(গ) প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য আঞ্চলিকভাবে কর আদায় করা ।
(ঘ) পাঠক্রম পুনর্গঠন করা ।
(ঙ) মাতৃভাষা হবে প্রাথমিক শিক্ষার মাধ্যম ।