পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024

পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী

 

★ সিভি আনন্দ বোস — রাজ্যপাল

★ বিমান বন্দ্যোপাধ্যায় — বিধানসভার অধ্যক্ষ

★ গোপাল মুখার্জী — অ্যাডভোকেট জেনারেল

★ বি পি গোপালিকা — স্বরাষ্ট্র সচিব

★ হরিকৃষ্ণ ত্রিবেদী — মুখ্য সচিব

★ মনোজ মালাভিয়া — রাজ্য পুলিশের প্রধান

★ প্রকাশ শ্রীবাস্তব — কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

★ সৌরভ দাস — রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার

★ বিনীত কুমার গোয়েল — কলকাতা পুলিশের প্রধান

 

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য মন্ত্রিসভা

• মমতা বন্দ্যোপাধ্যায় ( মুখ্যমন্ত্রী ) : স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার আর উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ ।

• পার্থ চট্টোপাধ্যায় ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : শিল্প ও বাণিজ্য বিভাগ, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স বিভাগ, পরিষদ বিষয়ক বিভাগ ।

• অমিত মিত্র ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : অর্থ বিভাগ, পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগ , কর্মসূচি নিরীক্ষণ বিভাগ ।

• সাধন পাণ্ডে ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : উপভোক্তা বিষয়ক বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ ।

• জ্যোতিপ্রিয় মল্লিক ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : বন বিভাগ , অপ্রচলিত ও অচিরাচরিত শক্তি উৎস বিভাগ ।

• বঙ্কিম হাজরা ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : সুন্দরবন বিষয়ক বিভাগ ।

• মানসরঞ্জন ভুঁইয়া ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ ।

• সৌমেন কুমার মহাপাত্র ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : সেচ ও জলপথ পরিবহণ বিভাগ ।

• মলয় ঘটক ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : আইন ও বিচার বিভাগ , পূর্ত বিভাগ ।

● অরূপ বিশ্বাস ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : বিদ্যুৎ বিভাগ , যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ ।

• উজ্জ্বল বিশ্বাস ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : কারা বিভাগ ।

• অরূপ রায় ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : সমবায় বিভাগ ।

• রথীন ঘোষ ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : খাদ্য ও সরবরাহ বিভাগ ।

• ফিরহাদ হাকিম ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : পরিবহণ ও আবাসন বিভাগ । 

• চন্দ্রনাথ সিনহা ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ ।

• শোভনদেব চট্টোপাধ্যায় ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : কৃষি বিভাগ ।

• ব্রাত্য বসু ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : বিদ্যালয় শিক্ষা বিভাগ , উচ্চ শিক্ষা বিভাগ ।

• পুলক রায় ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ।

• ডাঃ শশী পাঁজা ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : নারী ও শিশু উন্নয়ন আর কল্যাণ বিভাগ । 

• মহম্মদ গুলাম রাব্বানি ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ।

• বিপ্লব মিত্র ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : কৃষি বিপণন বিভাগ ।

• জাভেদ আহমেদ খান ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ ।

• স্বপন দেবনাথ ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : প্রাণী সম্পদ বিকাশ বিভাগ । 

• সিদ্দিকুল্লা চৌধুরি ( ভারপ্রাপ্ত মন্ত্রী ) : জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার উন্নয়ন বিভাগ ।

• বেচারাম মান্না ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) :  শ্রম বিভাগ ।

• সুব্রত সাহা ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ ।

• হুমায়ুন কবীর ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : কারিগরি শিক্ষা আর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ ।

• অখিল গিরি ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : মৎস্য বিভাগ ।

• চন্দ্রিমা ভট্টাচার্য ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ( রাষ্ট্রমন্ত্রী ) , ভূমি ও ভূমি সংস্কার আর উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন বিভাগ ( রাষ্ট্রমন্ত্রী ) ।

• রত্না দে নাগ ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : পরিবেশ বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ ।

• সন্ধ্যারানী টুডু ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগ ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) , পরিষদ বিষয়ক বিভাগ ( রাষ্ট্রমন্ত্রী ) ।

• বুলু চিক বড়াইক ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগ , উপজাতি উন্নয়ন বিভাগ ।

• সুজিত বসু ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগ ।

• ইন্দ্রনীল সেন ( রাষ্ট্রমন্ত্রী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) : পর্যটন ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) , তথ্য ও সংস্কৃতি ( প্রতিমন্ত্রী ) ।

• দিলীপ মণ্ডল ( রাষ্ট্রমন্ত্রী ) : পরিবহণ বিভাগ ।

• আখরুজ্জমান ( রাষ্ট্রমন্ত্রী ) : বিদ্যুৎ বিভাগ ।

• শিউলি শাহা ( রাষ্ট্রমন্ত্রী ) : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ ।

• শ্রীকান্ত মাহাতো ( রাষ্ট্রমন্ত্রী ) : ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ ।

• সাবিনা ইয়াসমিন ( রাষ্ট্রমন্ত্রী ) : সেচ ও জলপথ পরিবহন বিভাগ , উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ ।

• বীরবাহা হাঁসদা ( রাষ্ট্রমন্ত্রী ) : বন বিভাগ ।

• জ্যোৎস্না মাণ্ডী ( রাষ্ট্রমন্ত্রী ) : খাদ্য ও সরবরাহ বিভাগ ।

• পরেশ চন্দ্র অধিকারী ( রাষ্ট্রমন্ত্রী ) : বিদ্যালয় শিক্ষা বিভাগ ।

• মনোজ তিওয়ারি ( রাষ্ট্রমন্ত্রী ) : যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগ ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...
তোমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page