প্রশ্ন : নব্যবঙ্গীয় চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী ছিল ? অথবা আধুনিক বাংলার দৃশ্যশিল্পের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো ।
উত্তর : নব্যবঙ্গীয় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল গুরুত্বপূর্ণ , যেমন—
প্রথমত , অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ইউরোপীয় রীতিতে ছবি আঁকতেন , কিন্তু এই রীতির পরিবর্তে চিত্রশিল্পে দেশীয় ঐতিহ্য প্রবর্তন করে বেঙ্গল বা ওরিয়েন্টাল আর্টের ভিত্তি স্থাপন করেন ।
দ্বিতীয়ত , প্রাচীন ভারতের অজন্তা চিত্রকলা এবং মুঘল , রাজপুত মিশ্রণ ঘটিয়ে তিনি এক নতুন ঘরানার চিত্ররীতির উদ্ভব চিত্রশৈলীর ঘটান ।
তৃতীয়ত , তিনি ‘ ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট ’ ( ১৯০৭ খ্রিঃ ) প্রতিষ্ঠা করেছিলেন এবং দৃশ্যশিল্পের ইতিহাস নিয়ে ‘ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ‘ নামক একটি গ্রন্থও রচনা করেন ।