উত্তর : 1935 খ্রিস্টাব্দে ভারতীয় আইনের ধারায় ভারতীয় সমাজের যে শ্রেণির মানুষেরা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিল এবং সমাজের কাছ থেকে ন্যায়বিচার পায়নি তাদের ‘Scheduled Castes’ বা তপশিলি জাতি হিসাবে আখ্যা দেওয়া হয় । 1950 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের সংবিধানেও এদের তপশিলি জাতি বলা হয়েছে ।