১। মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়—
👉 পঞ্চম থেকে দশম শ্রেণী।
২। ব্রেইল লেখা হয়—
👉 ৬ টি বিন্দু দিয়ে।
৩। অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ, তা হল —
👉 গণিত।
৪। “ভগবান হল সত্য এবং সত্যই ভগবান” কার উক্তি ? —
👉 গান্ধীজী।
৫। রবীন্দ্রনাথ “ধর্মশিক্ষা” গ্রন্থ লেখেন —
👉 1911 সালে।
৬। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন–
👉 বিদ্যাসাগর।
৭। নঈ তালিম শিক্ষার অপর নাম হল—
👉 বুনিয়াদী শিক্ষা।
৮। কোঠারী কমিশনে মোট সদস্য ছিলেন–
👉 17 জন।
৯। কোঠারী কমিশন গঠিত হয় যার উদ্যোগে, তিনি হলেন–
👉 এম. সি. চাওলা।
১০। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল—
👉 রাধাকৃষ্ণণ কমিশন (১৯৪৮-৪৯)।
১১। মুদালিয়ার কমিশন গঠিত হয় –
👉 1952-53 সালে।
১২। ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন’-
👉 ডিউই।
১৩। একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হল—
👉 সংস্কৃতি।
১৪। শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন—
👉 রুশো।
১৫। শিক্ষামনোবিজ্ঞান হল—
👉 মনোবিজ্ঞানের ফলিত শাখা।
১৬। মনোবিজ্ঞানকে ‘আত্মার বিজ্ঞান’ বলে উল্লেখ করেছেন—
👉 অ্যারিস্টটল।
১৭। “আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা”—এই মতের প্রবক্তা হলেন—
👉 ড্রেভার।
১৮। “বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি”—
👉 মনোবিদ উড্রো।
১৯। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়—
👉 ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে।
২০। এজেন্ডা – 21 কর্মসূচী গৃহীত হয়—
👉 বসুন্ধরা সম্মেলনে।
I m very poor
I m very poor.plz help me