( 6 ) গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব ( Guilford’s Tri – dimensional Theory of Intelligence or SOI Model ) :
উপরিউক্ত তত্ত্বগুলির জটিলতা , অস্পষ্টতা ও অসম্পূর্ণতা বৃদ্ধির উপর আরও গভীর গবেষণাকে উৎসাহিত করে । এই সময় মনােবিদ গিলফোর্ড ( Guilford ) তাঁর যুগান্তকারী বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করেন ।
💠 1966 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্বের পরীক্ষাগারে একাধিক অভীক্ষায় প্রাপ্ত ফলের উপাদান বিশ্লেষণের মাধ্যমে অধ্যাপক গিলফোর্ড ও তাঁর সহােযােগীগণ এই তত্ত্বটি প্রকাশ করেন ।
🔷 তিনি বলেন , আমাদের মন ত্রিমাত্রিক , একমাত্রিক নয় , যা পূর্বে মনে করা হত । বুদ্ধিকে তাই তিনটি মাত্রায় বিবেচিত করতে হবে ।
⭐️ মাত্রা তিনটি হল-
( i ) প্রক্রিয়ার মাত্রা ( Operational Dimension ) ,
( ii ) বিষয়বস্তুগত মাত্রা ( Content Dimension )
( iii ) উৎপাদনগত মাত্রা ( Product Dimension ) ।
“