উত্তর » কোনো স্থানের পরিবেশের উয়তা তার স্বাভাবিক মানের থেকে কমে গেলে গিরগিটি বা সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীদের দেহে অতিরিক্ত তাপের প্রয়োজন হয় । দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি যথাযথভাবে চালিয়ে যাওয়ার জন্য ঠান্ডা রক্তের প্রাণীরা গরম বালিতে রোদ পোহায় এবং সেখান থেকে দেহ গরমের জন্য প্রয়োজনীয় তাপ গ্রহণ করে ।