উত্তর :- এই শিক্ষাকে বুনিয়াদি শিক্ষাব্যবস্থা বলা হয় । কারণ—
( ক ) জাতির মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে ।
( খ ) এর লক্ষ্য হল ব্যক্তি ও জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ ।
( গ ) সমগ্র শিক্ষাব্যবস্থার উপর ভিত্তি করে দণ্ডায়মান ।
( ঘ ) জাতি , ধর্ম , লিঙ্গভেদে সকল ভারতবাসীর জন্য ন্যূনতম শিক্ষা ।
( ঙ ) শিক্ষার্থীর মৌলিক এবং সৃজনশীল সক্রিয়তার সঙ্গে যুক্ত ।