উত্তর :- সাধারণত 120 – এর উপর বুদ্ধ্যঙ্ক যেসব শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তাদেরই উন্নত বুদ্ধি বা মেধা সম্পন্ন ( Gifted or Talented ) শিক্ষার্থী বলা হয় । 120 – এর অধিক মেধাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা অন্যদের থেকে আলাদা হয় । এদের সাধারণ শিক্ষাব্যবস্থায় কিছু অসুবিধায় পড়তে হয় । তাই এদের বিশেষ ধরনের শিক্ষাব্যবস্থার অধীনে আনা উচিত , না হলে এদের ক্ষমতার সর্বোত্তম বিকাশ ঘটানো সম্ভব হয় না ।