উত্তর : এক্ষেত্রে দুজন , তিনজন বা চারজন শিক্ষার্থী এক সঙ্গে কাজ করে ।Peer Tutoring-এর ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য ও মত আদানপ্রদানের মাধ্যমে শিক্ষা । শিক্ষক ঠিক করে দেন কোথা থেকে শিক্ষা গ্রহণ শুরু হবে । শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের পড়াবে , শিক্ষক মাঝে মাঝে পরিস্থিতি পর্যালোচনা করেন , মূল্যায়ন করেন , মূল্যায়ন করেন এবং কোথায় শেষ হবে বলে দেন ।