উত্তর:- NCTE- র প্রধান কাজগুলি হল —
● শিক্ষক শিক্ষা কর্মসূচির বিকাশ ।
• প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষা কর্মসূচির মান নির্ণয় এবং তা বজায় রাখা ।
● শিক্ষক – শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দান । শিক্ষকদের প্রবহমান শিক্ষার প্রতি গুরুত্বদান ।
• শিক্ষক শিক্ষার ব্যবস্থার অগ্রাধিকার দান , নীতি প্রণয়ন , পরিকল্পনা এবং কর্মসূচি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার , রাজ্য সরকার , ইউ . জি . সি এবং অন্যান্য সংস্থাগুলিকে পরামর্শদান ।