GENERAL STUDIES : TEST-2

GENERAL STUDIES : 2

 

1. 2011 সালের জনগননা অনুযায়ী পশ্চিমবঙ্গে কটি মহানগর অবস্থিত ?

(a) 2

(b) 3

(c) 4

(d) 5

 

2. এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হল –

(a) গল্ফ অফ মান্নার

(b) গল্ফ অফ খাম্বাত

(c) গল্ফ অফ মেক্সিকো

(d) গল্ফ অফ এডেন

 

3. আলমাট্টি বাঁধ কোন নদীর উপর ?

(a) গোদাবরী

(b) কাবেরী

(c) কুয়া

(d) এদের কোনটিই নয়

 

4. কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এই সীমানার আনুমানিক দৈর্ঘ্য কত ?

(a) চীন, 3917 কিমি

(b) বাংলাদেশ, 4096 কিমি

(c) পাকিস্তান, 3323 কিমি

(d) চীন, 3488 কিমি

 

5 . গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে –

(a) ৪° চ্যানেল

(b) 9° চ্যানেল

(c) 10° চ্যানেল

(d) ডানকান প্যাসেজ

 

6. কাইমুর (Kaimur Hill) কোন পর্বত রেঞ্জর অন্তর্গত ?

(a) সাতপুরা

(b) বিন্ধ্য

(c) রাজমহল

(d) এদের কোনোটিই নয়

 

7. কাদম্বরির রচয়িতা হলেন-

(a) ক্ষেমেন্দ্র

(b) কলহন

(c) ভবভূতি

(d) বানভট্ট

 

8. কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন –

(a) ইলতুৎমিস

(b) আরামশাহ

(c) তাউউদ্দিন ইলদিজ

(d) নাসিরউদ্দিন কুবাচা

9. ভারতমাতা (1905) চিত্রটি তৈরি করেন –

(a) ভগিনী নিবেদিতা

(b) অবনীন্দ্রনাথ ঠাকুর

(c) সরলা দেবী

(d) কুমুদিনী দেবী

 

10. মুসলিম লিগ কবে ‘Devide and Quit’ স্লোগান দিয়েছিল ?

(a) 1939 খ্রিস্টাব্দে

(b) 1940 খ্রিস্টাব্দে

(c) 1942 খ্রিস্টাব্দে

(d) 1943 খ্রিস্টাব্দে

 

ANSWERS

1. উত্তর: (a) 2

ব্যাখ্যা: 2011 সালের জনগননা অনুযায়ী পশ্চিমবঙ্গে দুটি মহানগর অবস্থিত, কোলকাতা ও আসানসোল।

2. উত্তর: (a) গল্ফ অফ মান্নার

3. উত্তর: (c) কৃয়া

ব্যাখ্যা: আলমাট্টি বাঁধ কর্ণাটকে অবস্থিত। 2005 সাল থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। বাৎসরিক 713,000,00 kw l

4. উত্তর: (b) বাংলাদেশ, 4096 কিমি

5. উত্তর: (d) ডানকান প্যাসেজ

ব্যাখ্যা: ৪০ চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ, 9° চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় 10° চ্যানেল আন্দামান ও নিকোবর এর মধ্যে দিয়ে গেছে।

6. উত্তর: (b) বিন্ধ্য

7. উত্তর: (d) বানভট্ট

8. উত্তর: (b) আরামশাহ

ব্যাখ্যা: কুতুবউদ্দিনের জামাতা বাদায়ুনের শাষনকর্তা-ইলতুৎমিস তাঁকে পরাস্ত করে সিংহাসনে বসেন।

9. উত্তর: (b) অবনীন্দ্রনাথ ঠাকুর

10. উত্তর: (d) 1943 খ্রিস্টাব্দে

 

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা

পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024

চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত

GENERAL STUDIES : 1

কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর

'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।

সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?

আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?

একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?

ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?

বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?

বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?

অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।

স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।

দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

তোমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page