GENERAL STUDIES : 1
1. ফিসক্যাল ঘাটতির ধারনাটি ভারতে সূচিত হয় কোন কমিটির সুপারিশে ?
(a) সুখময় চক্রবর্তীর কমিটি
(b) কেলকার কমিটি
(c) মুখার্জী কমিটি
(d) এল.কে.ঝা. কমিটি
2. “Cash Reserve Ratio” বৃদ্ধি পেলে কি হবে ?
(a) ব্যাঙ্কের থেকে প্রাপ্ত ধার অপরিবর্তিত থাকবে
(b) ব্যাঙ্কের থেকে প্রাপ্ত ধার বৃদ্ধি পাবে
(c) ব্যাঙ্কের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে
(d) কোনোটিই নয়।
3. ন্যূনতম সহায়ক মূল্য সমূহ ভারত সরকারের দ্বারা ঘোষিত হয়। কার সুপারিশে ?
(a) স্বামীনাথন কমিটি
(b) খসরু কমিটি
(c) কমিশন ফর এগ্রিকালচারল কস্ট অ্যান্ড প্রাইস্
(d) রাও কমিশন
4. অন্ত্যোদয় অন্ন যোজনা শুরু হয় –
(a) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে
(b) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে
(c) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে
(d) কোনোটিই নয়
5. স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গুলি পুনর্গঠিত হয় ?
(a) 1948
(b) 1951
(c) 1956
(d) 1959
6. রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই যখন –
(a) এক বছরেরও অধিক সময় ধরে কোনো বিল সংসদে মুলতুবি থাকে।
(b) কোন বিষয়ে কেন্দ্রীয় আইনসভার দুটি কাজের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
(c) কোনো বিল স্বাক্ষরের আগে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আইন সভায় প্রেরণ করেছেন কিন্তু আইন সভা বিলটি পুনর্বিবেচনার জন্য রাজি হয়নি।
(d) পার্লামেন্টের দুটি অধিবেশনের (একটি অধিবেশনের এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে) মধ্যবর্তী সময়।
7. ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স হল –
(a) 18 বছর
(b) 20 বছর
(c) 25 বছর
(d) 35 বছর
8. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলেন –
(a) পার্লামেন্ট
(৮) সুপ্রিমকোর্ট
(c) রাষ্ট্রপতি
(d) লোকসভা
9. ‘নগরপালিকা আইন’ ভারতীয় সংবিধানের কত নং তফশিলের অন্তর্ভুক্ত ?
(a) নবম
(b) দশম
(c) একাদশ
(d) দ্বাদশ
10. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার নূন্যতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় ?
(a) 42 তম
(b) 44 তম
(c) 61 তম
(d) 69 তম
Answers with explanation
1. উত্তর: (a) সুখময় চক্রবর্তীর কমিটি।
2. উত্তর: (c) ব্যাঙ্কের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে।
ব্যাখ্যা: অর্থের তারল্য রক্ষা করার জন্য, রিজার্ভ ব্যাংক নগদ রিজার্ভ অনুপাত বৃদ্ধি এবং কম করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করতে CRR ব্যবহার করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যখন CRR বাড়ায়, তখন ব্যাংকগুলোকে আরও নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। ফলস্বরূপ, অর্থনীতিতে অর্থ সরবরাহ হ্রাস পাবে।
3. উত্তর: (c) কমিশন ফর এগ্রিকালচারল কস্ট অ্যান্ড প্রাইস্
4. উত্তর: (b) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে
ব্যাখ্যা: অন্ত্যোদয় অন্ন যোজনার জন্য যোগ্য পরিবারের প্রধান হিসাবে বিধবা, সাময়িক অসুস্থ ব্যক্তি/ বিশেষভাবে সক্ষম ব্যক্তি/60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তি, যাঁদের উপার্জনের নিশ্চিত কোনও উপায় নেই বা সামাজিক সহায়তা নেই।
5. উত্তর: (c) 1956
ব্যাখ্যা: 1956 সালে ভারতীয় পার্লামেন্টে ‘ভারতীয় অঙ্গরাজ্য পুনর্গঠন আইন’ পাস হয় যার মাধ্যমে মূলত ভাষার ভিত্তিতে ভারতবর্ষকে 14টি অঙ্গরাজ্যে এবং 6 টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।
6. উত্তর: (d) পার্লামেন্টের দুটি অধিবেশনের (একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে) মধ্যবর্তী সময়।
7. উত্তর: (c) 25 বছর
8. উত্তর: (b) সুপ্রিমকোর্ট
ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের যে-কোন অংশের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট আইনসভা কর্তৃক প্রণীত আইন, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের আদেশ ইত্যাদি সংবিধানবিরোধী কি না তা পর্যালোচনা করে দেখে। এ প্রসঙ্গে এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য (1950 খ্রি.), গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য (1967 খ্রি.), কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য (1973 খ্রি.) প্রভৃতি মামলাগুলিতে সুপ্রিম কোর্টের রায় দান বিশেষভাবে উল্লেখযোগ্য।
9. উত্তর: (d) দ্বাদশ
ব্যাখ্যা: 74 তম সংবিধান সংশোধনীর (1992 সাল) মাধ্যমে সংবিধানের Part- IX-A অধ্যায়টি যুক্ত হয়, যা নগরপালিকা আইন নামে পরিচিত। এই অধ্যায়ে 243(P) থেকে 243(ZG) অনুচ্ছেদ আছে, যা সংবিধানের দ্বাদশ তফশিলের অন্তর্ভুক্ত।
10. উত্তর: (c) 61 তম
ব্যাখ্যা: 1989 সালের 61 তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী ভোটাধিকার লাভের জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়।