Egypt ( মিশরীয় সভ্যতা )

Egypt ( মিশরীয় সভ্যতা )

💠 মিশরীয় সভ্যতার কাল ও ভৌগােলিক অবস্থান :

● বর্তমান উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ মিশর ।

● প্রাচীন সভ্যতার লীলাভূমির দেশ মিশর ।

● আজ থেকে প্রায় ৬ হাজার বছর পূর্বে নীলনদের অববাহিকায় মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটে ।

● নীল নদের দান বলে খ্যাত ভৌগােলিক দিক থেকে মিশর দক্ষিণাঞ্চল ( Upper ) এবং উত্তরাঞ্চল ( Lower ) এইরূপ দুভাগে বিভক্ত ।

● মিশরের মধ্যদিয়ে প্রবাহিত নীলনদ ভূমধ্যসাগরে মিলিত হয়েছে । ফলে নীলনদের প্লাবনে মিশরে উভয় অঞ্চলে পলিমাটি জমে উর্বরতা বৃদ্ধি পায় । এ সকল কারণে মিশরে নদীমাতৃক নগর সভ্যতা গড়ে ওঠার অনুকূল পরিবেশ সৃষ্টি হয় ।



■ প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস :

● ৫০০০ থেকে ৩২০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে মিশরের ইতিহাসে প্রাক – রাজবংশীয় যুগ বলা হয় ।

● খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দে রাজা মেনেস নামে এক শক্তিশালী সামন্ত উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে একটি বড় রাজ্যে পরিণত করেন ।

● মেমফিশ শহরে মেনেস তাঁর রাজধানী স্থাপন করেন । পরবর্তীকালে এই রাজধানী থিস শহরে স্থানান্তরিত হয় ।

● রাজা মেনেসের পর থেকে তিন হাজার বছর পর্যন্ত প্রাচীন মিশরে ৩১ টি রাজবংশের ইতিহাস পাওয়া যায় ।

● মিশরের প্রাচীন ইতিহাসকে ঐতিহাসিকগণ কয়েকটি পর্বে বিভক্ত করেন —

● প্রাক্ রাজবংশীয় ( খ্রিষ্টপূর্ব ৫০০০ – ৩২০০ ) ,
● প্রাচীন রাজত্বের যুগ ( খ্রিষ্টপূর্ব ৩২০০ – ২৩০০ ) ,
● মধ্য রাজত্বের যুগ ( ২৩০০ – ১৭৮৮ ) ,
● বৈদেশিক হিক্সসদের আক্রমণ ( ১৭৫০ – ১৫৮০ ) ,
● নতুন রাজত্বের যুগ ( ১৫০০ – ১০০ ) ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page