শিক্ষাক্ষেত্রে কতরকমের কর্মচারী থাকে ? তাদের নাম লিখুন । প্রধান শিক্ষকের তত্ত্ববধানমূলক দায়িত্বগুলি লিখুন ।
উত্তর : শিক্ষাক্ষেত্রে তিন ধরনের কর্মচারী থাকে । তিনটি ভাগ হল—
( i ) প্রধানশিক্ষক ,
( ii ) সহ – শিক্ষকবৃন্দ ,
( iii ) অশিক্ষক কর্মচারী বৃন্দ । প্রধানশিক্ষকের তত্ত্ববধানমূলক কাজ : কোনো কাজের অগ্রগতি যাচাই করার জন্য নিয়মিত পর্যবেক্ষণের নাম হল তত্ত্বাবধান । বিদ্যালয়ের কাজকর্ম পরিচালনার অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রধানশিক্ষক নিয়মিত তত্ত্বাবধান করে থাকেন ।
( 1 ) পঠনপাঠনের তত্ত্বাবধানঃ শিক্ষকরা শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতি মেনে পড়াচ্ছেন কিনা , শিক্ষা – সহায়ক উপকরণ ব্যবহার করছেন কিনা , পাঠক্রমের অগ্রগতি ইত্যাদি তত্ত্বাবধান করা প্রধান শিক্ষকের কর্তব্য ।
( 2 ) পাঠাগার ও পরীক্ষাগার তত্ত্বাবধানঃ পাঠাগার ও পরীক্ষাগার সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা জানার জন্য আকস্মিকভাবে ওই স্থানগুলি পরিদর্শনে যাবেন । কোনো ত্রুটিবিচ্যুতি চোখে পড়লে ভারপ্রাপ্ত শিক্ষককে উপযুক্ত পরামর্শ দেওয়া তাঁর কর্তব্য ।
( 3 ) ছাত্রাবাস তত্ত্বাবধান : ছাত্রাবাস পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানশিক্ষক বহুবিধ উদ্দেশ্যসাধন করে থাকেন । এক , ছাত্রাবাসের কক্ষগুলির বাহ্যিক পরিবেশ ছাত্রদের পক্ষে উপযুক্ত কিনা তা যাচাই করা । দুই , বিদ্যালয়ের ছাত্রাবাসে পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা তত্ত্বাবধান করা । তিন , ছাত্রাবাসের খাদ্য শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি জোগাতে সক্ষম কিনা তা নিজের চোখে দেখা ।
( 4 ) শৃঙ্খলার তত্ত্বাবধানঃ- বিদ্যালয়ে শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয় । এই শৃঙ্খলা যাতে সঠিকভাবে রক্ষিত হয় সেই উদ্দেশ্যে তিনি মাঝে মাঝে অফিস থেকে বেরিয়ে এসে বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করবেন । এতে ছাত্রছাত্রীরা অযথা গোলমাল করার সাহস পায় না ।