Child Psychology : বিদ্যালয় অ্যাসেম্বলি কাকে বলে ? বিদ্যালয় অ্যাসেম্বলির উদ্দেশ্য লিখুন । বিদ্যালয় অ্যাসেম্বলির কার্যাবলি লিখুন । অ্যাসেম্বলির কর্মসূচির সংগঠন কীভাবে করবেন তা লিখুন ।

বিদ্যালয় অ্যাসেম্বলি কাকে বলে ? বিদ্যালয় অ্যাসেম্বলির উদ্দেশ্য লিখুন । বিদ্যালয় অ্যাসেম্বলির কার্যাবলি লিখুন । অ্যাসেম্বলির কর্মসূচির সংগঠন কীভাবে করবেন তা লিখুন ।

 

উত্তর :-

বিদ্যালয় অ্যাসেম্বলির অর্থ — বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক যখন একত্রিত হয় তাকে বিদ্যালয় অ্যাসেম্বলি বলা হয় । অধ্যাপক ফ্রেট ওয়েল – এর মতে , অ্যাসেম্বলি হল , “ Town meeting of the School ” ডব্লিউ আর স্মিথ – এর মতে , “ School assembly can serve as a focussing centre of all forms of co . curricular life ‘ ‘ অর্থাৎ বিদ্যালয় অ্যাসেম্বলি সমস্ত ধরনের সহপাঠক্রমিক জীবনের প্রধান বিষয় ।

বিদ্যালয় অ্যাসেম্বলির উদ্দেশ্যাবলি হল–

( 1 ) বিদ্যালয়কে একত্র করা : শিক্ষার্থীদের মধ্যে সামুদয়িক মানসিকতা বিকাশে এই অ্যাসেম্বলি সাহায্য করে । শিক্ষার্থীরা পরস্পর পরস্পরকে দেখে এবং বিদ্যালয়কে সাংগঠিত দল হিসেবে বুঝতে শেখে । বিদ্যালয় অ্যাসেম্বলি বিদ্যালয়ের সবধরনের পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করায় ।

( 2 ) বিদ্যালয়ের সাধারণ নিয়মাবলি এবং আদর্শের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা ঃ প্রতিটি শিক্ষার্থীই বিদ্যালয়ের একজন পুরোপুরি নাগরিক । বিদ্যালয় অ্যাসেম্বলিতেই শিক্ষার্থীদের বিদ্যালয়ের ঐতিহ্য , নিয়মাবলি এবং আদর্শের কথা তুলে ধরা হবে ।

( 3 ) ভালো শ্রোতা হিসেবে শিক্ষার্থীদের তৈরি করা : সকলের মধ্যে কীভাবে আসন গ্রহণ করতে হয় , শান্তভাবে এবং ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করতে হয় তা জানা একজন নাগরিকের পক্ষে বিশেষ প্রয়োজন ।

( 4 ) প্রশংসাযোগ্য কৃতিত্বকে উপযুক্তভাবে পুরস্কৃত করা : পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলিতে যেসব শিক্ষার্থী বিশেষ কৃতিত্ব অর্জন করছে সকলের সামনে তাদের পুরস্কৃত করা উচিত । এই ধরনের পুরস্কার দান সকলকেই কৃতিত্ব অর্জনে উৎসাহিত করে । বিদ্যালয় অ্যাসেম্বলিতে এই সুযোগ থাকে ।

( 5 ) দর্শকদের সম্মুখীন হতে শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করাঃ বিদ্যালয় অ্যাসেম্বলিতে দর্শকদের সামনে শিক্ষার্থীদের নিজেকে তুলে ধরতে এবং বক্তব্য প্রকাশ করতে সুযোগ দেওয়া হয় ।

বিদ্যালয় অ্যাসেম্বলির কার্যাবলি :

এডমনশন ( Edmonson ) এবং অন্যান্যরা বিদ্যালয় অ্যাসেম্বলির কার্যাবলি সম্পর্কে নীচের বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করেছেন ।

( 1 ) বিদ্যালয়ে ঐক্য আনয়ন ।

( 2 ) বিদ্যালয় , মানসিকতা তৈরি করতে উৎসাহদান ।

( 3 ) পাঠক্রমিক কার্যাবলিতে প্রেষণা সৃষ্টি করা ।

( 4 ) সহপাঠক্রমিক কার্যাবলিতে প্রেষণা সৃষ্টি করা ।

( 5 ) আত্মসচেতনতার বিকাশ এবং বক্তব্য প্রকাশে উৎসাহিত করা ।

( 6 ) দর্শকদের মধ্যে সঠিক অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি গঠন করা ।

( 7 ) তথ্যের বিনিময় করা ।

( 8 ) জনগণের উপর প্রভাব বিস্তার করা ।

( 9 ) সৌন্দর্যবোধের বিকাশ ।

অ্যাসেম্বলি কর্মসূচির সংগঠন :

অ্যাসেম্বলির কর্মসূচিগুলি অবশ্যই প্রয়োজনীয় এবং আগ্রহভিত্তিক হবে । প্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক সদস্য সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত এবং উদ্দীপিত করবেন । অতঃপর নির্দিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞ এবং খ্যাতিসম্পন্ন ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্য রাখতে আমন্ত্রণ করা হবে । নির্দিষ্ট বিষয় ছাড়াও অ্যাসেম্বলি বা সম্মেলনে অন্যান্য সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মুখীন হয়ে তার পারদর্শিতা প্রদর্শন করার সুযোগ পায় । বিদ্যালয় অ্যাসেম্বলিতে সকল শিক্ষার্থীরা যাতে সু – দর্শকের অভ্যাস গঠন করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে , অ্যাসেম্বলিতে কোনোরকম বিরূপ সমালোচনামূলক বক্তব্য থাকবে না । এ বিষয়ে প্রধান শিক্ষকসহ সকলেই সতর্ক থাকবেন ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page