SOI-র শিক্ষাগত তাৎপর্য : SOI র শিক্ষাগত তাৎপর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । এই তত্ত্বটি মনস্তত্ত্ব , শিক্ষাগত এবং বৃত্তিগত অভীক্ষায় ও শিক্ষাক্ষেত্রে নিম্নোক্তভাবে কার্যকারী হতে পারে ।
( 1 ) মনস্তত্ত্বে : বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের অভীক্ষা গঠনে ‘ SOI ‘ মডেল খুব গুরুত্বপূর্ণ । উদাহরণস্বরূপ , 5 ধরনের মানসিক প্রক্রিয়ায় বােঝা যায় যে , কাজ রার 5 টি উপায় আছে । 6 শ্রেণির উৎপাদন বা ফলশ্রুতি 6 ধরনের বৌদ্ধিক ক্ষমতার অর্থ বহন করে । এর প্রেক্ষিতে প্রশ্নের শ্রেণিকরণ করা যেতে পারে ।
🔷 গিলফোর্ড মডেলের সাহায্যে যেভাবে বৌদ্ধিক উপাদানগুলি বিভক্ত করেছেন ভবিষ্যতে তার প্রভাব বিভিন্ন । বৌধিক ক্রিয়ামূলক কাজ যেমন — গবেষণায় বিশেষ করে শিখন , স্মৃতি , সমস্যাসমাধান ইত্যাদির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ।
( 2 ) শিক্ষাগত ও বৃত্তিগত অভীক্ষার ক্ষেত্রে ঃ
‘ SOI ’ মডেলে 120 ( অন্য মতে 150 টি ) বৌদ্ধিক ক্ষমতার উল্লেখ আছে । এর তাৎপর্য হল বুদ্ধি সম্পর্কে সুস্পষ্ট ধারণার জন্য বিভিন্ন ক্ষমতা পরিমাপক পদ অন্তর্ভুক্ত করতে হবে । মডেল অনুযায়ী বিষয়বস্তুর প্রেক্ষিতে 4 রকমের বুদ্ধি ব্যবহার করা যেতে পারে ।
🔷 বিমূর্ত বুদ্ধি 2 টি শ্রেণির — প্রতীকমূলক ও বিমূর্ত ভাষামূলক ক্ষমতা । যেসব ক্ষেত্রে শব্দ অনুধাবন , বানান , ভাষা , সংখ্যা নিয়ে কাজ , অঙ্ক ( জ্যামিতি ছাড়া ) প্রয়ােগ হয় সে ক্ষেত্রে প্রতীকমূলক ক্ষমতার বিশেষ প্রয়ােজন । বাচনিক ধারণার মাধ্যমে বিষয়বস্তুকে বােঝার জন্য বিমূর্ত ভাষামূলক ( Semantic ) বুদ্ধির প্রয়ােজন হয় । সেজন্য যেসব কাজে তথ্য ও ভাষা শিখন অপরিহার্য সেখানে এই বুদ্ধি গুরুত্বপূর্ণ । বিষয়বস্তু মাত্রার সর্বশেষ হল আচরণমূলক যাকে সামাজিক বুদ্ধি বলা হয় । সমাজে নিজের ও অন্যান্যদের আচরণ বুঝতে এই বুদ্ধির দরকার । যেসব কাজে অপরের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হয় l
⭐️ যেমন — শিক্ষক , রাজনীতিবিদ , সামাজিক কর্মী , সাংবাদিক , কোম্পানির দালাল এবং নেতা সে ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এই বুব্বি প্রয়ােজন ।
( 3 ) শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ‘ SOI ’ মডেল বিশেষ তাৎপর্যপূর্ণ । এ সম্পর্কে কয়েকটি বিষয়ের উল্লেখ করা হল ।