( i ) প্রক্রিয়ার মাত্রা ( Operational Dimension ) : প্রক্রিয়ার মাত্রা হল , মানসিক প্রক্রিয়া । গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রার 5 টি শ্রেণির কথা বলেছেন ।
⭐️ এগুলি হল—
( ক ) প্রজ্ঞা ( Cognition )ঃ এটি হল শিখন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া যার দ্বারা জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায় ।
( খ ) স্মৃতি ( Memory ) : এটি একটি প্রাথমিক মানসিক প্রক্রিয়া যার দ্বারা জ্ঞানের বিষয়কে সংরক্ষণ করা যায় ও চেনা যায় ।
( গ ) কেন্দ্ৰাপসারী চিন্তন ( Divergent Thinking ) : কেন্দ্ৰাপসারী চিন্তনে আমরা বিভিন্নভাবে চিন্তা করি । যার ফলে চিন্তার প্রসার এবং নতুন অন্বেষণের প্রসার ঘটে । সৃজনশীলতার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকারী ।
( ঘ ) কেন্দ্রানুগ চিন্তন ( Convergent Thinking )ঃ এটি হল দেয় তথ্য থেকে সবচেয়ে ফলপ্রসূ প্রথাগত তথ্যে উপনীত হওয়া । দেয় তথ্য প্রতিক্রিয়াকে নির্দিষ্ট করে । নতুন কিছু অন্বেষণ করার সুযােগ এবং প্রয়াস এখানে দেখা যায় না ।
( ঙ ) মূল্যায়ন ( Evaluation ) ঃ আমরা যা জানি , যা ভাবি , যা স্মরণ করি যা উৎপাদন করি তার নির্ভুলতা , নৈর্ব্যক্তিকতা , উপযুক্ততা , যথার্থতা বিচার করাই হল মূল্যায়ন প্রক্রিয়া ।
“