“( 5 ) থম্পসনের বাছাই তত্ত্ব ( Thompson’s Sampling Theory ) :
ব্রিটিশ মনােবিজ্ঞানী Goldfred Thompson মনে করেন যে , বুদ্ধি কোনাে একটি শক্তি নয় বা কয়েকটি শক্তির সমন্বয় নয় । মনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে যেগুলি পরস্পর মৌলিক । প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি হল বুদ্ধির একক । কোনাে একটি মানসিক কাজ করার সময় অসংখ্য শক্তির মধ্যে কয়েকটি শক্তি একত্রিত হয়ে কাজটি সমাধান করে । কোনাে কাজে উক্ত অসংখ্য শক্তিগুলির মধ্যে কোন্ কোন্গুলির প্রয়ােজন তা নির্ধারিত হয় ওই কাজটির প্রকৃতি ও শক্তি কণাগুলির বৈশিষ্ট্যের দ্বারা ।
💠 দুটি কাজের মধ্যে সহ – সম্পর্ক নির্ভর করে কতকগুলি একক শক্তি , উক্ত কাজ দুটির মধ্যে কী সংখ্যায় আছে তার ওপর । বাছাই তত্ত্বকে চিত্রাকারে রূপ দেওয়া যেতে পারে ।
🔷 A , B ও C তিনটি কাজ । A ও B র মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকণার আধিক্য থাকায় ওই দুটি কাজের মধ্যে সহগাঙ্ক বেশি হবে , B ও C- র থেকে । কারণ B ও C এর মধ্যে সাধারণ ক্ষুদ্র কণার সংখ্যা
কম ।”