“( গ ) সমবয়সি দল ( Peer Group ) ঃ
🔷 সামাজিকীকরণে সমবয়সিদের প্রভাব তিন বৎসর থেকে শুরু হলেও প্রথম বাল্যকাল থেকে ( ছয় বৎসর ) এর প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে ।
🔷 এই বয়স থেকেই বালক / বালিকাদের দল ( group ) অনুভূতি শক্তিশালী হয় । দলের নিয়ম – নীতি তারা অনুসরণ করে । ব্যক্তির থেকে দল তার নিকট অধিক গুরুত্ব পায় । প্রয়ােজন হলে পিতামাতার কথাও সে অমান্য করে দলের নির্দেশ মেনে নেয় ।
🔷 সহযােগিতা , সহমর্মিতা , এক সঙ্গে কাজ করা, বােঝাপড়া , নেতৃত্বদান প্রভৃতি সামাজিক গুণগুলি এই সময়ে তীব্রভাবে দেখা যায় । অনেকে একে ‘ গ্যাং ’ – এর বয়স বলে ।
🔷 বয়ঃসন্ধিক্ষণে সমবয়সি দলের ভূমিকা আরও তীব্র হয় । এই বয়সেই তারা পরিবারের ভূমিকার বিরােধিতা করতে শুরু করে । তাদের আদর্শবােধ এবং নীতিবােধ প্রবল হয় যা সামাজিক আদর্শ ও মূল্যবােধের উপর বিশেষ প্রভাব বিস্তার করে সমবয়সি দলের প্রতি প্রবল আস্থা এবং একাত্মতা অনেক সময় প্রচলিত সামাজিক আদর্শ ও মূল্যবােধের প্রতি অনাস্থা প্রকাশ করে এবং নতুন আদর্শ ও মূল্যবােধ তৈরি করে যাকে সাধারণভাবে ‘ জেনারেশন গ্যাপ ‘ বলে ।
💠 কিশাের – কিশােরীদের মধ্যে যৌন সচেতনতা ও যৌনতা সম্পর্কে ধারণার উপর । সমবয়সি দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সঠিক যৌন শিক্ষার অভাবে এই সকল ধারণা কিশাের – কিশােরীদের মধ্যে যৌন সমস্যা সৃষ্টি করে যা সামাজিকীকরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে ।”