“⏹ প্রাক্ষোভিক বিকাশ : বয়ঃসন্ধিক্ষণ বাল্যকাল
(11 /12 বৎসর থেকে 20 বৎসর)
এই বয়সে প্রাক্ষোভিক আচরণের যে পরিবর্তনগুলি ঘটে তা নিম্নে উল্লেখ করা হল :
1) অভিজ্ঞতার ফলে আবেগের জটিলতা বৃদ্ধি পায়। এই স্তরের শিক্ষার্থীদের আবেগের বহিঃপ্রকাশ সর্বদা দেখা যায় না । অনেক সময় এরা প্রক্ষোভ দমন করে।
2) বিমুর্ত প্রক্ষোভ বিকশিত হয়। বিমুর্ত বস্তু এবং পরিস্থিতির প্রেক্ষিতে প্রক্ষোভ দেখা যায়।
3) প্রক্ষোভ এর ক্ষেত্র বিস্তৃতি লাভ করে।
4) প্রক্ষোভিক অভিজ্ঞতার মধ্যে বাস্তবতা বৃদ্ধি পায়।
5) প্রক্ষোভজনিত অনুভূতি বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষমতা দেখা যায়।
6) এই বয়সের কিশোর-কিশোরীরা ভবিষ্যৎ সম্পর্কে বিশেষ চিন্তান্বিত হয়। তাদের আশা এবং প্রত্যাশাকে বাস্তবায়িত করার জন্য তারা সক্রিয় হয় । তবে অনেকে আবার সক্রিয় না হয়ে কল্পনার আশ্রয় নেয়। দিবাস্বপ্নের মাধ্যমে তাঁদের আশা-আকাঙ্খা পূরণ করে।
7) এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় । কিশোর-কিশোরীদের মধ্যে প্রেম-ভালোবাসা এই বয়সের বৈশিষ্ট্য। এই প্রেম ভালোবাসার মধ্যে যৌনতার ছোয়া থাকে। ছেলে ও মেয়ের পরস্পরের আকর্ষণের মধ্যে পছন্দ-অপছন্দের বিষয়টি তীব্র আকার ধারণ করে।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “