উত্তর : 1926 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি John Logic Baird লন্ডনে তাঁর ল্যাবরেটরিতে প্রথম টেলিভিশন বা দূরদর্শন প্রদর্শন করেন ( যদিও এই বিষয়ে বিতর্ক আছে ) । পরে 1927 খ্রিস্টাব্দে আমেরিকান ইঞ্জিনিয়ার Philo Farnsworth টেলিভিশনের Picture Tube আবিষ্কার করে ছবি প্রদর্শনের বৈদ্যুতিন টেলিভিশন তৈরি করেন । সেই কারণেই 1927 খ্রিস্টাব্দে Philo Farnsworth- কেই আধুনিক টেলিভিশনের জনক বলে গণ্য করা হয় ।