উত্তর : ‘ বিদ্যালয় ’ বলতে বোঝাবে যে – কোনো স্বীকৃত বিদ্যালয় যেখানে প্রারম্ভিক শিক্ষাদানের ব্যবস্থা আছে এবং নিম্নলিখিত বিদ্যালয়গুলিও অন্তর্ভুক্ত হবে :
(i) সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নিজস্ব বিদ্যালয়সমূহ যেগুলি তাদের দ্বারা স্থাপিত নিয়ন্ত্রণাধীন ;
(ii) সহায়তা প্রাপ্ত বিদ্যালয় যারা সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অর্থের সমস্তটাই বা আংশিক আর্থিক সাহায্য বা অনুদান পাচ্ছে ;
(iii) সেইসব বিদ্যালয় যেগুলি একটি নির্দিষ্টকৃত শ্রেণিতে পড়ে ; এবং
(iv) সংশ্লিষ্ট সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বিদ্যালয়ের খরচ বাবদ কোনোরকম আর্থিক সাহায্য বা অনুদান পায় না এমন বিদ্যালয় ।