উত্তর : Thomas H Briggs- এর মতে — বিদ্যালয় হল গণতন্ত্রের প্রকৃত অভিভাবক ( School is truly the gurdian of Democracy ) । উইলিয়াম কিলপ্যাট্রিক ( William Kilpatrick ) – এর মতে গণতান্ত্রিক বিদ্যালয় নিম্নলিখিত কাজগুলি করবে
( 1 ) শিক্ষার্থীরা যাতে গণতন্ত্রের বিষয়গুলিকে সঠিকভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে অনুধাবন করতে সক্ষম হয় তার ব্যবস্থা করা ।
( 2 ) শিক্ষার্থীদের গণতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করা ।
( 3 ) শিক্ষার্থীদের সমবেতভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার দক্ষতা গড়ে তোলা ।