উত্তর:- কল্পনা করো তুমি কোনো বিদ্যালয়ে প্রবেশ করেছ । তুমি কী দেখছ ? শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের কী বক্তব্য শুনছ ? বিদ্যালয়ে প্রবেশ করা কি সহজ ? শিশুরা কী বলছে বা করছে ? তুমি কি স্বাগত না ভীত । বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তোমার সাধারণ অনুভূতি কী ? এসবের উত্তর এবং আরও কিছু বিষয় , যেমন— মূল্যবোধ , কর্মসূচি যা বিদ্যালয়ে আছে তারই সম্মিলিত রূপ হল নির্দিষ্ট বিদ্যালয়ের সংস্কৃতি । সংস্কৃতি হল একগুচ্ছ আদর্শ , মূল্যবোধ , বিশ্বাস , ঐতিহ্য এবং রীতি – নীতি যা সময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে ।