উত্তর:- যে নেতৃত্ব গণতান্ত্রিক নীতির দ্বারা পরিচালিত হয় তাকে অংশগ্রহণকারী বা গণতান্ত্রিক নেতৃত্ব বলে । এখানে নেতৃত্বের দায়িত্বে একজন থাকলেও তিনি সকল কর্মচারীদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মধ্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করেন । এখানে প্রশাসনিক অনুশাসন স্বতঃস্ফূর্ত । এই ধরনের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি সবসময় ধনাত্মক । সদস্য বা কর্মচারীদের অনুরাগ এখানে প্রেষণা সঞ্চারক হিসেবে কাজ করে ।