Child Psychology : গণশিক্ষার মাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা লিখুন

গণশিক্ষার মাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা লিখুন ।

উত্তর :–

দূরদর্শন হল বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এক অত্যাশ্চর্য দান । পৃথিবীর বিভিন্ন প্রগতিশীল দেশে শিক্ষার মাধ্যম হিসেবে আজকাল এর ব্যাপক ব্যবহার হচ্ছে । আমাদের দেশে এটি মূলত অবসর বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও , কিছু কিছু শিক্ষামূলক বিষয়ও এর মাধ্যমে প্রচারিত হচ্ছে ।

শিক্ষাক্ষেত্রে দূরদর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি সংক্ষেপে আলোচনা করা হল—

( 1 ) বাস্তবধর্মী শিক্ষাদান : দূরদর্শন হল এমন একটি মাধ্যম যেখানে বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান পরিবেশন করা হয় ।

( 2 ) সর্বজনীন গণমাধ্যম : দূরদর্শন এমন একটি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম যা সমাজের সব স্তরের শিক্ষিত ও অশিক্ষিত মানুষের কাছে গ্রহণযোগ্য । যেসব মানুষ লেখাপড়া জানে না , তারা দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখে এবং কথাবার্তা বা আলাপ – আলোচনা শুনে বিভিন্ন বিষয়ে জানতে পারে ।

( 3 ) দর্শন ও শ্রবণনির্ভর মাধ্যম : দূরদর্শন হল দর্শন এবং শ্রবণনির্ভর মাধ্যম । এই মাধ্যম অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে , কারণ এটি একই সঙ্গে মানুষের দুটি ইন্দ্রিয়কে কার্যকরী করে তোলে । শিক্ষাক্ষেত্রে এই মাধ্যমের গুরুত্ব তাই অনেক বেশি ।

( 4 ) দ্বিমুখী শিক্ষামাধ্যম : বর্তমানে দূরদর্শনকে শিক্ষার একটি দ্বিমুখী মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে । শ্রেণিকক্ষে যেমন ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় বুঝতে না পারলে শিক্ষক – শিক্ষিকার কাছে জিজ্ঞাসা করে সেই বিষয় জেনে নেয় , তেমনি বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারকালে শিক্ষার্থীরা টেলিফোনের মাধ্যমে তাদের প্রশ্ন জানাতে পারে ।

( 5 ) নান্দনিক রুচি বিকাশে সহায়তা : দূরদর্শন জনগণের মধ্যে নান্দনিক রুচির বিকাশ ঘটায় । দূরদর্শনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে দেখতে মানুষের মধ্যে সুন্দর রুচি গড়ে ওঠে ।

( 6 ) সংস্কৃতির ধারক ও বাহক : কোনো দেশের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা ও বাঁচিয়ে রাখায় দূরদর্শনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে । অতীত দিনের বহু সিনেমা , নাটক গানকে দূরদর্শন বিশেষ উপায়ে সংরক্ষণ করে রাখে ।

( 7 ) জনমত গঠন : বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোন বা এস এম এস – এ দর্শকের মতামত চায় দূরদর্শন । তাই জনমত গঠনের ক্ষেত্রে দূরদর্শনের অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী ভূমিকাকে অস্বীকার করা যায় না । mo ang

( 8 ) বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান প্রচার : কেবল নাটক , গান বা সংবাদ নয় , এখন দূরদর্শন শিশু থেকে বৃদ্ধ সব বয়সের উপযোগী ভিন্ন ভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে ।

( 9 ) কেব্ল লাইন ’ সংযোগ : বর্তমানে দূরদর্শন যন্ত্রের সঙ্গে ‘ কেব্‌ল লাইন ’ – এর সংযোগ ঘটানোর ফলে বিভিন্ন বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান দেখার সুযোগ ঘটেছে । সারা বিশ্বের খবরাখবর , কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে ।

(10 ) মানসিক বিকাশে সহায়তা : দূরদর্শন জনগণের মানসিক বিকাশে সহায়তা করে , যা তাদের বিচারবিশ্লেষণের ক্ষমতা বাড়ায় । ফলে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page