Child Psychology : অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা লিখুন । অথবা , শিশু শিক্ষায় পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা লিখুন ।

অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা লিখুন । অথবা , শিশু শিক্ষায় পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা লিখুন ।

 

উত্তর :- শিক্ষার বিভিন্ন সংস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল পরিবার বা গৃহ । সাধারণভাবে পরিবার বলতে বোঝায় এমন একটি সামাজিক একককে যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান । ম্যাকাইভার ( Maclver ) – এর মতে , পরিবার হল একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত এবং যেখানে শিশু জন্মলাভ করে এবং প্রতিপালিত হয় । আধুনিককালের সমাজতত্ত্ববিদদের মতে , পরিবার হল সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি প্রতিষ্ঠান যা স্ত্রী – পুরুষের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গঠিত হয় ।

শিশুশিক্ষায় পরিবারের ভূমিকা :–
মানবসমাজে পরিবার হল প্রাচীনতম শিক্ষালয় । অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না । পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে শিশু গভীর স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে । পরিবারের মধ্যে থেকেই শিশুর প্রাথমিক অভ্যাসগুলি গড়ে ওঠে । যে – কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান শিশু পরিবার থেকেই পায় । সেই কারণে পরিবার হল শিশুর শিক্ষা ও জীবনবিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ।

পরিবারের শিক্ষামূলক কার্যাবলি :–
পরিবারের শিক্ষামূলক কার্যাবলি হল—

( 1 ) সামাজিক আচরণের শিক্ষা : পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সামাজিক আচার – আচরণের শিক্ষা দেয় । শিশু আচার – আচরণ শিখে পৃথিবীতে আসে না । সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে শিশু বিভিন্ন আচার – আচরণ শিখে ফেলে ।

( 2 ) সংস্কৃতির শিক্ষা : পরিবার শিশুর সাংস্কৃতিক নার বিকাশে সহায়তা করে । পরিবারই শিশুর মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক গুণাবলির বিকাশ ঘটায় । ফলে শিশুর মধ্যে সুস্থ সংস্কৃতির বোধ জাগ্রত হয় ।

 

( 3 ) সু – অভ্যাস গঠনের শিক্ষা : পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সু – অভ্যাস গড়ে তুলতে শেখায় । ওই সু – অভ্যাসগুলিই পরবর্তীকালে শিশুকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে ।

 

( 4 ) প্রাক্ষোভিক বিকাশের শিক্ষা : পরিবার শিশুর ভাবাবেগগুলিকে যথাযথভাবে বিকশিত হতে সাহায্য করে । সংযত প্রাক্ষোভিক আচরণের শিক্ষা শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রেও সহায়ক হয়ে ওঠে ।

 

( 5 ) জ্ঞানার্জনের শিক্ষা : পরিবার শিশুকে বিভিন্ন ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত করে । জ্ঞানার্জনের শিক্ষা তাই প্রকৃতপক্ষে পরিবারেই শুরু হয় ।

 

( 6 ) ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা : পরিবার শিশুকে সামাজিক ঐতিহ্য সম্পর্কে পরিচিত করে এবং সেই ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয় । পরিবার ওই শিক্ষাদান না করলে বহু ক্ষেত্রেই শিশুরা ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ থেকে যায় ।

( 7 ) বৃত্তিশিক্ষা : শিশুর বৃত্তিশিক্ষার ক্ষেত্রে পরিবার বিশেষ ভূমিকা পালন করে । আজও বহু পরিবারে ছেলেমেয়েরা বাবা – মায়ের বৃত্তি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে ।

 

( 8 ) আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা : শিশু কোনো আধ্যাত্মিক চেতনা অথবা ভালোমন্দের বোধ নিয়ে জন্মায় না । পরিবারই শিশুর মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক চেতনার বিকাশ ঘটায় । শিশু নিজের অজান্তেই তার পরিবারের আধ্যাত্মিক জ্ঞানলাভ করে থাকে ।

( 9 ) মূল্যবোধের শিক্ষা : শিশুর মধ্যে মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তার পরিবার বিশেষ ভূমিকা পালন করে । পারিবারিক জীবনের বিভিন্ন কাজ ও আচার – আচরণের মধ্যে দিয়েই শিশুর মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে ।

শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিবারের সীমাবদ্ধতা :–

শিশুর শিক্ষায় পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরিবারের কয়েকটি সীমাবদ্ধতাও থাকে । বর্তমানে আর্থসামাজিক কারণে যৌথ পরিবার প্রায় লুপ্ত হতে বসেছে । এর ফলে পরিবারের শিক্ষামূলক ভূমিকায় নানা সীমাবদ্ধতা দেখা দিয়েছে । নীচে কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করা হল—

( 1 ) পরিবারের আকার হ্রাস : যৌথ পরিবার লোপ পাওয়ার ফলে বর্তমানে পরিবারের আকার ছোটো হয়ে যাচ্ছে । ফলে পরিবার তার শিক্ষামূলক কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছে ।

( 2 ) সমান্তরাল প্রতিষ্ঠানের আবির্ভাব : সমাজের বিবর্তনের ফলে পরিবারের পাশাপাশি বহু সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে । সেখানে আদবকায়দা , আচার – আচরণ , কথা বলার ভঙ্গি , কার সঙ্গে কোন্ কথা কেমনভাবে বলতে হয় , কেমন করে পোশাক – পরিচ্ছদ পরতে হয় , কেমন করে সাজতে হয় — সবই শেখানো হচ্ছে । ফলে শিশুর সর্বাঙ্গীণ বিকাশ আজ আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই ।

( 3 ) সময়োপযোগী চাহিদাপূরণে ব্যর্থতা : নিত্যনতুন আবিষ্কার মানুষের জীবনে বহু বৈচিত্র্য আনছে । শিশুদের চাহিদাও দিনে দিনে বাড়ছে । অন্যদিকে পরিবার ওই চাহিদাগুলি সবসময় পূরণ করতে পারছে না । ফলে শিশুদের কাছে পরিবারের শিক্ষামূলক গ্রহণযোগ্যতার ক্ষেত্রটিও সীমিত হয়ে আসছে ।

( 4 ) নিরক্ষরতাজনিত সমস্যা : নিরক্ষরতার সমস্যাটি পরিবারের শিক্ষামূলক কাজের ক্ষেত্রে একটি বিশেষ সীমাবদ্ধতা ।

( 5 ) শিক্ষার বহুমুখিতা : আধুনিক যুগের শিক্ষার বৈচিত্র্য বা বহুমুখিতা পরিবারের শিক্ষামূলক ভূমিকার ক্ষেত্রে আর – একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা ।

( 6 ) নিরাপত্তাজনিত সমস্যা : পরিবারের শিক্ষামূলক কাজের ক্ষেত্রে আর – একটি সীমাবদ্ধতা হল নিরাপত্তাজনিত সমস্যা । ছোটো পরিবার শিশুকে সবসময় উপযুক্ত নিরাপত্তা দিতে পারে না । অনেক ক্ষেত্রে বাবা এবং মা উভয়েই চাকরি করার জন্য বাড়ির বাইরে চলে যান । শিশুর ক্ষেত্রে যেহেতু সবচেয়ে দরকারি হল নিরাপত্তা , তাই সেটি বিঘ্নিত হলে পরিবারের অন্যান্য ভূমিকা অনেকটাই ম্লান হয়ে যায় ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা

পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024

চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত

GENERAL STUDIES : TEST-2

GENERAL STUDIES : 1

কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর

'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।

সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?

আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?

একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?

ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।

অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?

বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?

বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?

অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।

স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।

দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page