লিঙ্গ : (PART 1)
লিঙ্গ শব্দের অর্থ হল লক্ষণ বা নিদর্শন ।
লিঙ্গ তিন প্রকার —
[ 1 ] পুংলিঙ্গ , [ 2 ] স্ত্রীলিঙ্গ এবং [ 3 ] ক্লীবলিঙ্গ ।
[ 1 ] পুংলিঙ্গ : –
যে শব্দে পুরুষ প্রাণীর নাম বােঝায় তা পুংলিঙ্গ শব্দ ।
যেমন — বাবা , লেখক ইত্যাদি ।
[ 2 ] স্ত্রীলিঙ্গ : –
যে শব্দে স্ত্রী প্রাণীর নাম বােঝায় তা স্ত্রীলিঙ্গ শব্দ ।
যেমন — রানি , শিক্ষিকা , আয়া ইত্যাদি ।
[ 3 ] ক্লীবলিঙ্গ : যে শব্দে উদ্ভিদ ও অপ্রাণিবাচক বস্তুর নাম বােঝায় তা ক্লীবলিঙ্গ ।
যেমন — চেয়ার , টেবিল , বাতাস ইত্যাদি ।
সুতরাং লিঙ্গ তিন প্রকার। এছাড়াও উভলিঙ্গ বা উভয়লিঙ্গ নামে আরও একপ্রকার লিঙ্গ আছে । যে পদে পুরুষ ও স্ত্রী উভয়কেই বােঝায় , তা উভলিঙ্গ ।
যেমন — কবি , সৈন্য , শিশু ইত্যাদি ।
লিঙ্গ পরিবর্তনের নিয়ম : –
বাংলা ভাষায় তিনটি উপায়ে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা যায় ।
[ 1 ] আলাদা শব্দযােগে লিগান্তর : যেমন —
ষাঁড় – গাই
এঁড়ে – বকনা
[ 2 ] স্ত্রীবাচক শব্দ যােগে লিঙ্গান্তর : যেমন —
সভাপতি – সভানেত্রী
ঘােষ – ঘােষজায়া
[ 3 ] প্রত্যয় যােগে লিঙ্গান্তর : যেমন —
বােষ্টম – বােষ্টমী
শিব – শিবানী
পরীক্ষার জন্য গুরুতবপূর্ন লিঙ্গ পরিবর্তন : –
আর্য — আর্যা
কুটিল — কুটিলা
ক্ষত্রিয় — ক্ষত্রিয়া
জীবিত — জীবিতা
জ্যেষ্ঠ — জ্যেষ্ঠা
তনয় — তনয়া
নন্দন — নন্দনা
নিপুণ — নিপুণা
প্রেমিক — প্রেমিকা
প্রথম — প্রথমা
প্রবীণ — প্রবীণা
প্রিয়তম — প্রিয়তমা
নবীন — নবীনা
পরিচিত — পরিচিতা
নিরপরাধ — নিরপরাধা
পূজনীয় — পূজনীয়া
পলাতক — পলাতকা
বৃদ্ধ — বৃদ্ধা
মনােহর — মনােহরা
মৃত — মৃতা
লজ্জাহীন — লজ্জাহীনা
শিষ্য — শিষ্যা
শারদীয় — শারদীয়া
শ্রেষ্ঠ — শ্রেষ্ঠা
সদস্য — সদস্যা
সভ্য — সভ্যা
সরল — সরলা
মহাশয় — মহাশয়া
মহােদয় — মহোদয়া
বৈশ্য — বৈশ্যা / বৈশ্যানী
সূর্য — সূর্যা / সূরী
ছাত্র — ছাত্রী
গৌর — গৌরী
কিন্নর — কিন্নরী
কিশাের — কিশােরী
তাপস — তাপসী
বিহঙ্গ — বিহঙ্গী
সুন্দর — সুন্দরী
ব্যাঘ্র — ব্যাঘ্রী
বৈষ্ণব — বৈষ্ণবী
নদ — নদী
আত্রেয় — আত্রেয়ী
সিংহ — সিংহী
মানব — মানবী
মাতামহ — মাতামহী
দৌহিত্র — দৌহিত্রী
লিঙ্গ : পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ।
তোত্তে- চানের আডভেঞ্চার - তেৎসুকো কুরোয়ানাগি
ভাষা শিক্ষণের নৈপুণ্যতা
আদর্শ বলা / আদর্শ কথন
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ
যুক্তবর্ণের উচ্চারণ : উষ্ট্র , রাষ্ট্র , ট্রেন , চিত্ত , বিত্ত , মত্ত , যুক্ত , রক্ত , শক্ত, যত্ন , ...
যুক্তবর্ণের উচ্চারণ : দ্বন্দ্ব , বিদ্বান , বিদ্বেষ , বদ্ধ , উদ্ধার
অনুলিখন vs শ্রুতিলিখন
কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?
বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি
বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নোত্তর
বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি
কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?
অনুলিখন vs শ্রুতিলিখন
কীভাবে হাতের লেখা শেখানাে হবে
ভালাে হস্তাক্ষরের বৈশিষ্ট্য
হাতের লেখা অনুশীলনের উদ্দেশ্য
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ
ভালাে কথাবার্তা শেখানাের কৌশল
আদর্শ বলা / আদর্শ কথন
শােনার অনুশীলনে বিভিন্ন কৌশলের ব্যবহার