উত্তর : গান্ধিজির বুনিয়াদি শিক্ষার উপরে ওয়ার্ধায় 1937 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে জাতীয় শিক্ষার প্রথম অধিবেশন হয় । এই অধিবেশনে যেসব প্রস্তাব গ্রহণ করা হয় তা হল—
(ক) বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা জাতীয় স্তরে কার্যকারী হবে ।
(খ) মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম ।
(গ) উৎপাদনশীল কাজকে কেন্দ্র করে শিক্ষা কার্যকারী হবে ।
(ঘ) শিক্ষার মধ্য দিয়ে শিক্ষকের বেতন দেওয়া হবে ।