উত্তর : 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 43 নম্বর ধারায় বলা হল —
(1) ব্রিটিশ ভারতের সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নতিবিধান এবং পণ্ডিতদের উৎসাহ দান করার জন্য কোম্পানি অর্থ ব্যয় করবে ।
(2) এদেশে অধিবাসীদের বিজ্ঞান শিক্ষা প্রবর্তনের জন্য কোম্পানি অর্থ ব্যয় করবে । সব মিলিয়ে কোম্পানি খরচ করবে বছরে এক লক্ষ টাকা । অর্থাৎ এই ধারায় ভারতের ধর্ম , নৈতিকতা ও শিক্ষার মান পুনরুদ্ধারের জন্য সরকারি হস্তক্ষেপ ও অর্থব্যয়ের কথা ঘোষণা করা হল ।