উত্তর :- বিবেকানন্দ বলেছেন , “ আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূলভিত্তি ধর্ম — শুধু ধর্মই । উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড । ইহার উপর আমাদের জীবন ……… মানবসমাজ থেকে এই ধর্মকে বাদ দিলে কী রূপ প্রাসাদের মূলভিত্তি স্থাপিত থাকিবে ? বর্বরে পরিপূর্ণ একটি অরণ্যানী ব্যতীত আর কিছুই থাকিবে না । ” তাই বিবেকানন্দ ধর্ম শিক্ষার পক্ষপাতী ছিলেন । কিন্তু এই ধর্মশিক্ষা নির্দিষ্ট কোনো ধর্মীয় আচার আচরণ সর্বস্ব নয় । সমস্ত ধর্মের মূলনীতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে । ধর্মশিক্ষার জন্য তিনি রামায়ণ , মহাভারত , উপনিষদ থেকে ছোটো ছোটো নীতিমূলক গল্প অনুবাদ করে শিশুশিক্ষার্থীদের পড়ানোর কথা বলেছেন ।