উত্তর : স্বয়ং মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) শিক্ষার্থীদের নিকট একটা সুযোগ , যেখানে শিক্ষার্থী নিজেই নিজের মূল্যায়নের অংশীদার । এই ব্যবস্থা একদিকে যেমন শিক্ষার্থীর নিকট প্রেরণাদায়ক , অন্যদিকে তেমনি শিক্ষার্থী নিজেই নিজের শিখন লক্ষ্য স্থির করার সুযোগ পায় ।স্ব-মূল্যায়ন পদ্ধতি ব্যবহৃত হলে শিক্ষার্থী নিজেই নিজের শিখন নির্দেশক (Learning Instructor যা শিখনের ক্ষেত্রে বিশেষ কার্যকরী হয় এবং প্রেরণা সঞ্চার করে ।