উত্তর :- স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য । পূর্বতন বাংলা দেশে স্ত্রী শিক্ষা প্রসারে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন । বর্তমান মেদিনীপুর , নদিয়া , হুগলি জেলায় তিনি মোট 38 বালিকাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । তদানীন্তন হিন্দুসমাজের তীব্র বিরোধিতার ফলে বালিকাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা খুবই সমস্যা ছিল । সেই সময়ে মনে করা হত শিক্ষিত নারীরা অল্পবয়সেই বিধবা হন ।
নারীদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বিশেষভাবে সচেতন ছিলেন । বেথুন সোসাইটি এবং বেথুন বিদ্যালয়ের সঙ্গে তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন । এই বেথুন বিদ্যালয় পরবর্তী সময়ে বেথুন কলেজ হিসেবে গড়ে ওঠে । পূর্বভারতের নারীশিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়টির বিশেষ ভূমিকা দেখা যায় ।