সৃজনশীলতার উপর একাধিক সংজ্ঞা আছে । বিভিন্ন সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে মনোবিদ আসুবেল একটি সংজ্ঞা দিয়েছেন — একজন সৃজনশীল ব্যক্তি বিরল এক মৌলিক ক্ষমতার অধিকারী যা ব্যক্তির কোনো আচরণের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দেয় , যা এই ক্ষেত্রে অন্যান্যদের আচরণের থেকে গুণগতভাবে পৃথক । সৃজনশীলতা ব্যতিক্রমী বৈশিষ্ট্য । দেশ ও সমাজের ক্ষেত্রে এরা বিশেষ সম্পদ । তাই উপযুক্ত শিক্ষাব্যবস্থার দ্বারা এদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ , সমাজ তথা মানব জাতির কল্যাণসাধনে বিশ্বের সবদেশই সক্রিয় ।