প্রশ্ন : সামাজিক ইতিহাস কী ?
উত্তর : ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাসচর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক , সামরিক , সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকগুলিসহ সমগ্র সমাজের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয় যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত । এই ইতিহাস সংশোধনবাদী ইতিহাস নামেও পরিচিত ।
প্রথমত , এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হল — সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের দৈনন্দিন জীবনযাপন , জাতি – বর্ণ ও জাতিবিদ্বেষ , হিংসা ও সম্প্রীতি ।
দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চায় যুক্ত গবেষকরা হলেন ইউজিন জেনোভিস , হারবার্ট গুটম্যান , রণজিৎ গুহ , জ্ঞানেন্দ্র পাণ্ডে , শাহিদ আমিন , সুমিত সরকার , গৌতম ভদ্র , দীপেশ চক্রবর্তী ।