“( ঘ ) বিদ্যালয় :
🔷 সাধারণভাবে 6 বছরে শিশু বিদ্যালয়ে প্রবেশ করে । তবে বর্তমানে 3 বৎসর বয়সে শিশু কিন্ডারগার্টেন , মন্টেসরি বা অন্যান্য শিশুশিক্ষা বিদ্যালয়ে ভরতি হয় ।
💠 বিদ্যালয়ে তিনভাবে সামাজিকীকরণ হয়—
🔷 সরকার বা পর্ষদ কর্তৃক নির্দিষ্ট পাঠক্রম — বিদ্যালয় অনুমােদনকারী সংস্থা যেমন , পর্ষদ শিক্ষার অনুযায়ী পাঠক্রম নির্ধারণ করে ।
জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়,
⭐️যেমন — সাহিত্য , গণিত , ইতিহাস , ভূগােল ইত্যাদিসহ কিছু ব্যবহারিক কর্মসূচি থাকে ।
🔷 বংশ পরম্পরায় সশ্চিত জ্ঞান , অভিজ্ঞতা , কৃষ্টি এবং সংস্কৃতি বিদ্যালয়ের পাঠক্রম এবং সহপাঠক্রমিক কার্যসূচির মধ্য দিয়েই পরবর্তী প্রজন্মের উপর হস্তান্তর করা হয় ।
🔷 সাধারণত পরিবার এবং বিদ্যালয় শিশুর সামাজিকীকরণে পরস্পর পরস্পরকে সাহায্য করে । অবশ্য কোনাে কোনাে ক্ষেত্রে বিদ্যালয় এবং পরিবারের মধ্যে সামাজিকীকরণের ক্ষেত্রে দ্বন্দ্ব দেখ যেতে পারে ।”