উত্তর : কোঠারি কমিশন ( 1964 ) সাধারণ বিদ্যালয় বা Common School Sys tem সম্পর্কে প্রথম সুপারিশ করে ।
কমিশন বলে যে এই বিদ্যালয়ে সকল শ্রেণির শিক্ষার্থীরা ভরতি হতে পারবে , সকল শিক্ষক সমসুযোগ পাবে , সারা দেশে একইরকম পরিকাঠামোযুক্ত এই বিদ্যালয় তৈরি হবে । এই বিদ্যালয়কে বলা হয় সাধারণ বিদ্যালয় ।