উত্তর : অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থায় স্বয়ং মূল্যায়নের মতো এই ব্যবস্থার একটি অন্য রূপ হল সহপাঠীদের দ্বারা অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন ।স্ব -মূল্যায়নের মতো সহপাঠীদের দ্বারা মূল্যায়ন শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে এবং পারদর্শিতাকে তুলে ধরে (Venn , (2000ন) । দলগত কাজ ও (Group Work or Project) সহপাঠীদের দ্বারা মূল্যায়ন করা যেতে পারে যা সহপাঠীদের সলো ইতিবাচক মিথস্ক্রিয়া এবং সহযোগিতামূলক (Cooperative Learning) শিখনের সুযোগ সৃষ্টি করে ।